পটেনশিয়াল আইটি https://www.potentialit.xyz/2022/03/bkash-cash-out-charge.html

বিকাশ ক্যাশ আউট চার্জ ২০২৪

বিকাশে ক্যাশ আউট চার্জ সম্পর্কে যারা জানতে চান তাদের জন্য আজকের এই পোস্টটি লেখা হয়েছে। বিকাশ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোবাইল ব্যাংকিং অপারেটর। 
বিকাশে ক্যাশ আউট চার্জ
বিকাশ তাদের কাস্টমারদেরকে অ্যাপসের মাধ্যমে ক্যাশ আউট, ক্যাশ ইন, সেন্ড মানি, মোবাইল রিচার্জ ও ব্যাংক লোনসহ অন্যান্য অনেক সুবিধা দিয়ে থাকে। বিকাশ সার্ভিসগুলোর মধ্যে অন্যতম হলো ক্যাশ আউট। আজকে আমরা বিকাশ ক্যাশ আউট চার্জ সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। 

বিকাশে ক্যাশ আউট চার্জ

বিকাশ ক্যাশ আউট চার্জ সম্পর্কে আলোচনা করার আগে বলে রাখা ভালো আপনি দুইভাবে বিকাশে ক্যাশ আউট করতে পারবেন। তাহলে চলুন এবার আমরা বিকাশে ক্যাশ আউট করার নিয়ম সম্পর্কে জেনে নেই। অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকেন বিকাশ ক্যাশ আউট কিভাবে করে? 

বিকাশে মূলত আপনাকে কোন এজেন্টের মাধ্যমে ক্যাশ আউট করতে হবে। অন্যদিকে আপনি প্রিয় এজেন্ট নম্বর ক্যাশ আউট করলে চার্জ কম কাটবে। আর সাধারন যেকোনো এজেন্টের মাধ্যমে ক্যাশ আউট করলে হাজারে ১৮.৫০ টাকা করে চার্জ কাটবে

প্রিয় এজেন্ট নাম্বারে ক্যাশ আউট

  • প্রতি ৩০ দিনে (বা ক্যালেন্ডার মাসে) একজন গ্রাহক যেকোনো এজেন্ট নাম্বারকে প্রিয় এজেন্ট নাম্বার হিসেবে সেট করতে পারবেন।
  • একজন বিকাশ ব্যবহারকারী প্রিয় এজেন্ট নাম্বার থেকে ১.৪৯% চার্জ ক্যাশ আউট করতে পারবেন।
  • উক্ত ১.৪৯% চার্জ প্রতি মাসে সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত প্রযোজ্য হবে।
  • যদি কোন গ্রাহক ক্যালেন্ডার মাসে ২৫,০০০ টাকা লিমিট অতিক্রম করে তাহলে ১.৮৫% চার্জ প্রযোজ্য হবে।
  • ক্যালেন্ডার মাসে ১টি বিকাশ একাউন্টে একটি মাত্র প্রিয় এজেন্ট নাম্বার যোগ করা যাবে। প্রথমবার প্রিয় এজেন্ট নাম্বার যুক্ত করার পর, সেই মাসে তা আর পরিবর্তন করতে পারবে না। পরবর্তী ক্যালেন্ডার মাস থেকে আপনি যোগ করা নাম্বারটি বাদ দিয়ে অন্য যেকোনো প্রিয় এজেন্ট নাম্বার একবার পরিবর্তন করতে পারবেন।
  • আপনার ফোনে *247# ডায়াল করে এবং বিকাশ অ্যাপ উভয় মাধ্যমেই প্রিয় এজেন্ট নাম্বার যোগ বা বাদ দিতে পারবেন।
  • আপনি *247# ডায়াল করে কিংবা বিকাশ অ্যাপের মাধ্যমে প্রিয় এজেন্ট নাম্বার চেক করতে পারবেন।
  • *247# ডায়াল করার মাধ্যমে এবং বিকাশ অ্যাপের দ্বারা প্রিয় এজেন্ট নাম্বারে ক্যাশ আউট লিমিট দেখা যাবে।
  • যদি কোন ক্যাশ আউট ২৫,০০০ টাকার লিমিট অতিক্রম করে, তবে সেই ক্যাশ আউটের জন্য ১.৮৫% চার্জ প্রযোজ্য হবে এবং প্রিয় এজেন্ট নাম্বারে ক্যাশ আউট লিমিট শেষ হয়ে যাবে।
  • উদাহরণ: কোনো এক মাসে একজন বিকাশ ব্যবহারকারী ইতোমধ্যে ২৪,৬০০ টাকা ক্যাশ আউট লেনদেন করেছেন। এখন, তিনি যদি ওই মাসেই প্রিয় এজেন্ট নাম্বার থেকে ৫০০ টাকা ক্যাশ আউট করতে চান (মোট ২৫,১০০ টাকা) তাহলে এই ক্যাশ আউটের জন্য ১.৮৫% চার্জ প্রযোজ্য হবে এবং তার প্রিয় এজেন্ট নাম্বারে ক্যাশ আউট লিমিট শেষ হয়ে যাবে।
  • একজন গ্রাহকের যে কোনো মুহূর্তে সর্বোচ্চ ১ টি প্রিয় এজেন্ট নাম্বার রাখতে পারবেন।

কম খরচে ক্যাশ আউট করার সহজ নিয়ম | বিকাশ ক্যাশ আউট চার্জ ফ্রি

  •  প্রথমে আপনার বিকাশ পার্সোনাল একাউন্টে প্রিয় এজেন্ট নাম্বার সেট করুন;
  • *২৪৭# ডায়াল করে বা বিকাশ এপস এর মাধ্যমে ক্যাশ আউট করার আগে প্রিয় এজেন্ট নাম্বারে লিমিটের কত বাকি আছে তা দেখে নিন;
  • এবার আপনার বিকাশ একাউন্টের প্রিয় এজেন্ট নাম্বারে লিমিটের বাকি অংশ আগে ক্যাশ আউট করে নিন।

প্রিয় নাম্বার ছাড়া অন্য যেকোনো এজেন্ট নাম্বার থেকে ক্যাশ আউটঃ 

  • বিকাশ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রিয় এজেন্ট নাম্বার ছাড়া যেকোনো এজেন্ট নাম্বার থেকে অ্যাপ এবং *247# ডায়াল করে উভয় মাধ্যমে  ক্যাশ আউট এর ক্ষেত্রে ১.৮৫% চার্জ প্রযোজ্য হবে।
  • বিকাশ অ্যাপ এবং *247# ডায়াল করে উভয় চ্যানেলের জন্য ১.৮৫% চার্জ প্রযোজ্য।
  • এখন থেকে বিকাশ অ্যাপসের মাধ্যমে ক্যাশ আউট এর ক্ষেত্রে ১.৭৫% চার্জ আর থাকছে না।

Bkash Cash Out Charge Calculator

Bkash Cash Out Charge Calculator দেখার জন্য এই লিংকে ক্লিক করুন। এখানে আপনি বিকাশের ক্যাশ আউট, সেন্ড মানি, ক্যাশ ইন, কার্ড বিল, মোবাইল রিচার্জ, ব্যাংক টু বিকাশ ইত্যাদি সকল সার্ভিস চার্জ সম্পর্কে জানতে পারবেন। বিকাশ ক্যাশ আউট চার্জ ক্যালকুলেটর ব্যবহার করে তাদের সর্বশেষ আপডেট সম্পর্কে জানা যাবে। তাছাড়া আপনি আমাদের ওয়েবসাইট নিয়মিত ফলো করে থাকলেও বিকাশের সমস্ত আপডেট সম্পর্কে সহজে জানতে পারবেন। 

বিকাশ এটিএম ক্যাশ আউট চার্জ

বিকাশ এটিএম ক্যাশ আউট চার্জ হাজারে ১৪.৯০ টাকা। তবে আপনি এটিএম বুথের মাধ্যমে ক্যাশ আউট করতে চাইলে সর্বনিম্ন ৩০০০ টাকা ক্যাশ আউট করতে হবে। আর সর্বোচ্চ ২৫০০০ হাজার টাকা পর্যন্ত ক্যাশ আউট করতে পারবেন। এটিএম এর মাধ্যমে 3000 টাকা ক্যাশ আউট করতে ৪৪.৭০ টাকা চার্জ কর্তন করা হবে। 

এটিএম থেকে ক্যাশ আউট করুন কম খরচে!

এখন বিকাশের পার্টনার ব্যাংকের এটিএম থেকে ক্যাশ আউট চার্জ হাজারে মাত্র ১৪.৯০ টাকা। এটিএম থেকে ক্যাশ আউট করার জন্য প্রথমে একটি সিকিউরিটি কোডের প্রয়োজন হবে। বিকাশে সকল পার্টনার ব্যাংকের এটিএম বুথ লোকেশন জানতে এই লিংকে ক্লিক করুন। সিকিউরিটি কোডের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-

অ্যাপ থেকে এটিএম ক্যাশ আউট রিকোয়েস্ট

১. আপনার বিকাশ অ্যাপস থেকে ক্যাশ আউট বাটনে চাপ দিন। 
২. এবার এটিএম বাটনে ট্যাপ করুন। 
৩. আপনার বিকাশ একাউন্টের ৫ ডিজিটের পিন নাম্বার দিন।
৪. এখন ট্যাপ করে ধরে রাখুন। 
৫. এবার আপনি বিকাশের থেকে একটি সিকিউরিটি কোড পেয়ে গেছেন যা কাউকে শেয়ার করবেন না। 
৬. এখন আপনার ক্যাশ আউটের টাকা ও রশিদ বুঝে নিন। 

কোড ডায়াল করে এটিএম ক্যাশ আউট রিকোয়েস্ট

১. *247# ডায়াল করে বিকাশ মোবাইল মেন্যুতে যাবেন। 
২. ‘Cash Out’ অপশনটি সিলেক্ট করে নিবেন। 
৩. ‘From ATM’ অপশনটি সিলেক্ট করে নিন। 
৪. আপনার ৫সংখ্যার বিকাশ (PIN) নাম্বারটি দিন। 
৫. এসএমএস এর মাধ্যমে বিকাশ থেকে আপনার মোবাইলে আপনি একটি সিকিউরিটি কোড (OTP) পাবেন যা পরবর্তী ৫ মিনিট সক্রিয় থাকবে এবং ১ বারই ব্যবহার করা যাবে।

এটিএম থেকে টাকা উত্তোলন

বিকাশ একাউন্ট থেকে ক্যাশ আউট করা যায় এমন যেকোনো পার্টনার ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ-

১. এটিএম স্ক্রিনের নিচের দিকে বাম কোনায় থাকা ‘BKash Cash Out’ বাটনে ট্যাপ করুন। 
২. এবার নিজের পছন্দের ভাষা বেছে নিন
৩. আপনার বিকাশ একাউন্ট নাম্বারটি প্রদান করুন। 
৪. আপনি যত টাকা ক্যাশ আউট করতে চান তার পরিমাণ লিখুন। 
৫. এসএমএস এর মাধ্যমে পাওয়া সিকিউরিটি কোডটি বসিয়ে দিন। 
৬. আপনার দেওয়া সমস্ত তথ্য যাচাই করে নিশ্চিত করুন। 
৭. এখন এটিএম মেশিন থেকে টাকা এবং রশিদ গ্রহণ করুন। 

টাকা তোলার সাথে সাথে আপনি বিকাশ এর পক্ষ থেকে একটি কনফার্মেশন এসএমএস পাবেন। আশা করি পুরো প্রক্রিয়া সম্পর্কে বুঝতে পেরেছেন। 

বিকাশে সর্বনিম্ন ক্যাশ আউট

বিকাশে সর্বনিম্ন ক্যাশ আউট করা যায় ৫০ টাকা এবং দিনে সর্বোচ্চ ৫ বার ক্যাশ আউট করতে পারবেন।  তবে এটিএম থেকে ক্যাশ আউটের ক্ষেত্রে সর্বনিম্ন ৩০০০ হাজার টাকা ক্যাশ আউট করতে পারবেন। অন্যদিকে আপনি মাসে ২০ বার ক্যাশ আউট করতে পারবেন এবং প্রতিমাসে দেড় লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন। 

বিকাশে সর্বনিম্ন কত টাকা ক্যাশ আউট করা যায়? 
বিকাশে সর্বনিম্ন ৫০ টাকা ক্যাশ আউট করা যায়। দিনে সর্বোচ্চ ৫ বার এবং মাসে ২০ বার ক্যাশ আউট করতে পারবেন। অন্যদিকে একদিনে সর্বোচ্চ ২৫০০০ হাজার টাকা ক্যাশ আউট করা যাবে। আর এক ক্যালেন্ডার মাসে সর্বোচ্চ দেড় লাখ টাকা পর্যন্ত ক্যাশ আউট করতে পারবেন। 

শেষ কথা - বিকাশে ক্যাশ আউট খরচ

আমরা বিকাশে ক্যাশ আউট খরচ সম্পর্কে একদম বিস্তারিত আলোচনা করেছি। অন্যান্য ওয়েবসাইট থেকে আমরা সব সময় ভালো তথ্য নিয়ে ভিজিটরদের সামনে আসি। এবারও সেটার ব্যতিক্রম হয়নি। বিকাশে ক্যাশ আউট চার্জ ২০২৩ সম্পর্কে আপনাদের কোন জিজ্ঞাসা থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে ভুলবেন না। 

বন্ধুদের সাথে শেয়ার করুন

এখনি কমেন্ট করুন

0 জন কমেন্ট করেছেন

দয়া করে কমেন্ট নীতিমালা পড়ুন emoji

পটেনশিয়াল আইটি কী?